1. admin@amaderkuakata.com : akas :
  2. amaderkuakata.r@gmail.com : desk-1 :
  3. amaderkuakata@gmail.com : rumi :
বিজ্ঞপ্তিঃ-
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেয়া হবে।

মহিপুর বন্দর ব্যবসায়ী নতুন কমিটি গঠন।।

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ১৯৭ বার

নিজস্ব প্রতিনিধি।।


পটুয়াখালীর মহিপুর থানা সদরে বন্দর ব্যবসায়ীদের নতুন করে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
১৪ ই অক্টোবর ( বৃহস্পতিবার) সকাল আনুমানিক ১০ টার দিকে, মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব (এম,পি) মহোদয় এই কমিটির অনুমোদন দেয়।মহিপুর বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ খলিলুর রহমান কে পুনরায়  সভাপতি  ও মহিপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুল ইসালামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে মোট ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন।এর আগে হাজী মোঃ ফজলু গাজী চেয়ারম্যান মহিপুর ইউ,পি, আন্ধার মানিক কিন্ডারগার্টেন প্রিক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ শাহ আলম হাওলাদার ও কুয়াকাটা প্রেসক্লেবর সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান বুলেট আকনকে সদস্য করে, ৩ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

উক্ত কমিটিতে মোঃ বশির আকন ১ নং কার্যনির্বাহী কমিটির সদস্য,আলহাজ্ব মোঃ ছাত্তার হাওলাদার (সহ-সভাপতি), মোঃ পনু চৌধুরী (সহ সভাপতি)  মোঃ  মিল্টন হাং (যুগ্ম-সাধারণ সম্পাদক),  মোঃ জসিম উদ্দিন আকন ( যুগ্ন সাধারন সম্পাদক), মোঃ সুমন হাওলাদার (সাংগঠনিক সম্পাদক),  আঃ মালেক খলিফা (দপ্তর সম্পাদক), শ্রী কেসব কর্মকর (, প্রচার সম্পাদক)। এছাড়া ৩ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।  নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ও মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম বলেন আমাদের এই কমিটি মহিপুর বন্দর ব্যাবসায়ীদের সুখে দুখে পাশে থাকবে।  এছাড়াও এই কমিটি মহিপুর বাজারের সৌন্দর্য বর্ধন এবং নিরাপত্তা নিশ্চিতকরনে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবে।

সোসাল মিডিয়ায় শেয়ার করুন।

এ জাতীয় আরো খবর
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Design & Developed BY Star it Academy