গাজী সোলাইমান /নিজস্ব প্রতিবেদক।।
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের পরিচ্ছন্ন ভাব ফিরিয়ে আনতে ব্যস্ত মহিপু থানা ও তৃনমূল পর্যায়ের আওয়ামীলীগ নেতাকর্মীরা। এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে কিছু অনুপ্রবেশকারী নেতাদের উদ্ধৃত আচরনে ক্ষুদ্ধ মহিপুর থানা ও তৃনমূল আওয়ামীলীগ।
মহিপুর থানা সদর ইউনিয়ন আওয়ামীলীগের ০৪ নং ওয়ার্ড আ,লীগ সভাপতির মোঃ মঞ্জু মুসুল্লির বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন মহিপুর ইউনিয়ন আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা। মোঃ মঞ্জু মুসুল্লি মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামের মৃত মোঃ আফতার উদ্দিন মুসুল্লির ছেলে। জানাযায়, এই মঞ্জু মুসুল্লির পরিবারের ১১ ভাইয়ের ৮ জন সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী (বি,এন,পি)’র রাজনীতির সাথে সক্রিয় । তার এক ভাই মোঃ আনোয়ার মুসুল্লি মহিপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও আরেক ভাই মহিপুর থানা যুবদলের সক্রীয় সদস্য। তাছাড়াও তার পরিবারের সকলেই জাতীয়তাবাদী (বি,এন,পি)’র সহযোগী সংগঠনের রাজনৈতির সাথে সক্রিয়। দলের দূর্দিন ও ১/১১ এর সময় এই অনুপ্রবেশ কারী নেতা দেশের বাহিরে অবস্থান করেছিলেন। ২০০৯ সালে দেশে এসে সুযোগ বুঝে শশুড় বাড়ীর ক্ষমতা ব্যবহার করে আওয়ামীলীগের কর্মীর খাতায় নিজেকে অন্তর্ভুক্ত করেন। সেই থেকে প্রথমে তিনি ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পরে সভাপতির পদ হাতিয়ে নেন।
গত ২৮ শে সেপ্টেম্বর (মঙ্গলবার) মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষে, মহিপুর দলীয় অফিসে কেক কাটা এবং জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসুচি পালনের সময় তার উদ্ধৃত আচারনে ক্ষুদ্ধ মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা ও কর্মীরা।
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ০২- ই অক্টোবর (শনিবার) মহিপুর ইউনিয়ন আ,লীগ আয়োজিত কর্মীসভায় এই অনুপ্রবেশকারী নেতার আচরনে ক্ষোভ প্রকাশ করেন মহিপুর ইউনিয়ন আ,লীগ সভাপতি আঃ মালেক আকন্দ ও উপস্থিত ইউনিয়ন আ,লীগের অনেক নেতৃবৃন্দ।
মহিপুর সাবেক ছাত্রলীগ সভাপতি ও মহিপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মনির হোসেন হাওলাদার বলেন, মঞ্জু মুসুল্লি একজ দলের অনুপ্রবেশকারী নেতা। তাকে দলের দুঃসময়ে কখনো দেখা যায় নি। তিনি ৭ নং লতাচাপলী ইউনিয়নের প্রভবাশালী আওয়ামিলীগ পরিবার আঃ বারেক মোল্লার ভাই মোঃ হোসেন মোল্লার মেয়ের জামাতা। তিনি মহিপুর কিছু আওয়ামীলীগ নেতাদের তেল দিয়ে পদ হাতিয়ে নিয়েছে। তার উদ্ধুত্ব আচারনে প্রথম থেকেই তৃনমূল নেতারা বিব্রত। সে এই দলের পদ ব্যবহার করে হাতিয়ে নিয়েছে সড়ক ও জনপদের একাধিক ভিটা। মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীন আ,লীগ মোঃ আবুছালে পাটোয়ারী বলেন, মঞ্জু মুসুল্লী একজন হাইব্রিড আওয়ামীলীগ। এই মঞ্জু মুছুল্লী দলের ভিতরে প্রবেশ করে শুরু থেকে বিব্রতকর আচরন করে আসছেন। তার প্রমান দলের সিনিয়র নেতার উপেক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে তার বিতর্কিত আচারন।মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রবীন নেতা সহ- সভাপতি মোঃ কাদের হাওলাদা (মেম্বর) বলেন, এসল অনুপ্রবেশ কারী নেতা আগামীর জন্য দলের হুমকি স্বরুপ। তাই অবিলম্বে এদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া খুব জরুরী।