নিজস্ব প্রতিবেদক।।
পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার সংরক্ষিত ৭,৮,৯ নং ওয়ার্ড নারী কাউন্সিলর শূন্য পদে উপ- নির্বাচনের ভোট গ্রহন আজ। কলাপাড়া নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত ৭ ই অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। নির্বাচনকে ঘিরে নেয়া হয়েছে ৪ স্তরের প্রশাসনিক নিরাপত্তা। তেমন বড় কোন বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ ভাবেই শেষ হলো নির্বাচনী প্রচার প্রচারনা। উল্লেখ্য, কুয়াকাটা পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ড সংরক্ষিত নারী কাউন্সিলর মোসাঃ হোসনেয়ার বেগম গত ২৯ শে জুন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন। যার কারনে এই সংরক্ষিত আসনটি শূন্য হয় পরে।
কলাপাড়া উপজেলা নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষনার পরপরই সরগম হযে ওঠে নির্বাচনী এলাকা। জানাযায়, সাবেক নারী কাউন্সিলর মোসাঃ নূরুনাহার (আনারস), মোসাঃ হাফিজা বেগম (অটো) ও মোসাঃ রেহেনা বেগম (জবা ফুল) প্রতিকে প্রতিদন্ধী করছেন।
কলাপাড়া নির্বাচন কমিশন আব্দুর রশিদ জানায়, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পান্নের লক্ষে নির্বাচনী এলাকায় তিন জন ম্যাজিস্ট্রেটসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ৬ ই অক্টোবর ( বুধবার) বিকাল ০৩ টার দিকে ভোটকেন্দ্রে স্বচ্ছ ব্যালট বক্স, ব্যালট পেপার, অমুচনীয় কালি ও সিলসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, আগামীকাল ভোট গ্রহন থেকে শুরু করে ফলাফল ঘোষনা শান্তিপূর্ণ ভাবে শেষ হবে।