খুলনা প্রতিনিধি।।
বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর রোগ মুক্তি কামনায় খুলনার পাইকগাছা উপজেলা বিএনপির একাংশের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সদরের সবুর মার্কেটে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি, নেতা এস এম এনামুল হক। পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর এস এম এমদাদুল হকের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক নেতা শেখ সাদেক হোসেন, শেখ ইমাদুল ইসলাম, শেখ বেনজীর আহমেদ লাল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সাংবাদিক মোঃ জিয়াউদ্দীন নায়েব, থানা যুবদলের সদস্য সচিব সাবেক কাউন্সিলর ইমরান সরদার, যুগ্ম আহ্বায়ক মোঃ আজাহারুল সানা, পৌর যুবদলের সদস্য সচিব আনায়ারুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ শাহাবুদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন মানিক, জেলা নেতা শেখ জাহিদ হাসান লিটন, শেখ আব্দুল কাদের, ইউনুস, ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, মোঃ আবু হানিফ, বুলবুল আহমেদ, মিনারুল ইসলাম প্রমুখ।