1. admin@amaderkuakata.com : akas :
  2. amaderkuakata.r@gmail.com : desk-1 :
  3. amaderkuakata@gmail.com : rumi :
বিজ্ঞপ্তিঃ-
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেয়া হবে।

কুয়াকাটায় আবাসিক হোটেলে হামলা নিয়ে মুখোমুখি বিএনপি ও শ্রমিক দল। হামলার ঘটনা মিথ্যা দাবি শ্রমিক দল সম্পাদকের।।

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১১৫ বার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া (পটুয়াখালী)।।

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় বিএনপি নেতার একটি আবাসিক হোটেলে হামলাকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে রয়েছে বিএনপি ও শ্রমিক দলের দুই গ্রুপ। এ নিয়ে কুয়াকাটায় চলছে পাল্টাপাল্টি মিছিল। কুয়াকাটায় হোটেলে হামলার ঘটনা মিথ্যা ও ষড়যন্ত্র দাবি করে সংবাদ সম্মেলন করেছে কুয়াকাটা পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল জলিল চুকানি।

মঙ্গলবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জলিল চুকানির পক্ষে লিখিত বক্তব্যে কুয়াকাটা পৌর শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক রুমি শরীফ বলেন, কুয়াকাটা পৌর বিএনপির এক নেতার আবাসিক হোটেলে শ্রমিক দলের হামলার ঘটনা সম্পুর্ন মিথ্যা বানোয়াট। উল্টো আমার ওপর হামলা চালানো হয়েছে। মারধর করা হয়েছে। আমরা দুর্দিনে বিএনপির জাতীয়তাবাদী শ্রমিক দলের রাজনীতি করেছি। এখন আমাকে রাজনীতি থেকে দূরে সরানোর জন্য নিজের দলের একটি মহলের অপরাজনীতির শিকার হচ্ছি।
তিনি বলেন একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে। দলকে ক্ষতি করা হচ্ছে। দীর্ঘ ১৬ বছর যারা স্বৈরাচারের তাবেদারি করেছে তারা এখন দলের ত্যাগীদের দলছাড়া করার চেষ্টা করছে।
তার দাবি মূলত কুয়াকাটা শ্রমিক দলের হ্যান্ডলিং সেক্টরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য দলের মধ্যে থাকা গুটিকয়েক লোক শ্রমিক দলের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে ।
এসময় কুয়াকাটা পৌর শ্রমিক দলের সভাপতি মানিক ফকির,সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন মৃধা, সহ সাধারণ সম্পাদক রুমি শরীফ, সাংগঠনিক সম্পাদক মিরাজ ফকিরসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে কুয়াকাটা পৌর শ্রমিক দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করায় জড়িতদের বিরুদ্ধে দিনে রাতে বিক্ষোভ মিছিল করছে দলের নেতাকর্মীরা। তারা দলের শীর্ষ নেতৃত্বের কাছে এ ঘটনার ফয়সালার দাবি করেন।
##
কলাপাড়া, পটুয়াখালী
২৬-১১-২৪

সোসাল মিডিয়ায় শেয়ার করুন।

এ জাতীয় আরো খবর
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Design & Developed BY Star it Academy