নিজস্ব প্রতিবেদক।।
পটুয়াখালীর কলাপাড়ায় জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প পর্যায়-২ কুইজ প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা এগারোটার দিকে উপজেলার প্রকল্পভূক্ত মাধ্যমিক প্রতিষ্ঠানগুলোতে একযোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)’র সহযোগিতায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঢাকা বাংলাদেশ’র বাস্তবায়নে কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট প্রকল্পের মাঠ পর্যায়ে কারিগরি সহায়তায় এ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
উপজেলার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত প্রতিযোগিতায় ১ম পুরস্কার বিজয়ী হয়েছেন নওরীন জাহান, ৬ষ্ঠ শ্রেণি। ২য় পুরস্কার বিজয়ী হয়েছেন ইতি বিশ্বাস, ৭ম শ্রেণি এবং ৩য় পুরস্কার বিজয়ী হয়েছেন শৈলী বাড়ৈ, ৭ম শ্রেণি। এছাড়া ধানখালী এস,এইচ এন্ড আশ্রাফ একাডেমী মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত প্রতিযোগিতায় ১ম পুরস্কার অর্জন করেছেন মোসা.মারিয়া , ৬ষ্ঠ শ্রেণি। ২য় পুরস্কার বিজয়ী হয়েছেন নাজিফা, ৬ষ্ঠ শ্রেণি। এবং ৩য় পুরস্কার বিজয়ী মোসা.নুসরাত জাহান , ৭ম শ্রেণি। একইভাবে উপজেলার লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়সহ জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের পর্যায়-২ আওতাধীন মাধ্যমিক প্রতিষ্ঠানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ধানখালী এস,এইচ এন্ড আশ্রাফ একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখরঞ্জন তালুকদার জানান, স্বাস্থ্য বিধি মেনে জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছি।এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ উদ্দিপনা লক্ষ্য করা গেছে।