কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদী থানাধীন পশ্চিম সহশ্রাম এলাকায় জনৈক ধনু মিয়ার ফিশারির দক্ষিণ-পশ্চিম কোণের পাড়ে মো. আক্কাছ আলী (৪৫)কে গাঁজা বিক্রি করার সময় অভিযান পরিচালনা করে কটিয়াদী থানাধীন গচিহাটা তদন্ত কেন্দ্রের পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত বিবাদী মো. আক্কাছ আলী (৪৫) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার পশ্চিম সহশ্রাম এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
১২ সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে একটায় কিশোরগঞ্জের কটিয়াদী থানাধীন গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আক্তারুজ্জামান খান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় এসআই (নিরস্ত্র) মো. আব্দুর রাজ্জাক, এএসআই (নিরস্ত্র) মো. শামীম আহম্মেদ ও অন্যান্য অফিসার-ফোর্সের সহায়তায় বিবাদী মো. আক্কাছ আলী (৪৫)কে গ্রেফতার করে এবং বিবাদী মো. আক্কাছ আলী (৪৫) এর নিজ হেফাজত থাকা দুটি প্লাস্টিকের সাদা বস্তার ভেতর নীল পলিথিন দিয়ে মোড়ানো সর্বমোট ২৫ (পঁচিশ) কেজি গাঁজা উদ্ধার করে।
গ্রেফতারকৃত বিবাদীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলাসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন। স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মতে, বিবাদী মো. আক্কাছ আলী (৪৫) এর এহেন কর্ম অত্র এলাকার স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রসহ তরুণ-যুবক সমাজকে বিপদগামী করছে।
এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বিবাদীর পূর্বের থানার রেকর্ড পর্যালোচনা করে তার বিরুদ্ধে নিন্মে বর্ণিত মামলা সমূহ পাওয়া যায়-
১। কটিয়াদী মডেল থানার মামলা নং- ০৪, তারিখ- ০৮-১০-২০২২ খ্রি. ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)।
২। কটিয়াদী মডেল থানার মামলা নং- ০১, তারিখ- ০১-০৩-২০২২ খ্রি. ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)।
৩। কটিয়াদী মডেল থানার মামলা নং- ১১, তারিখ- ১১-০২-২০২১ খ্রি. ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)।
৪। কটিয়াদী মডেল থানার মামলা নং- ১৮, তারিখ- ২০-১২-২০২২ খ্রি. ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)।
গ্রেফতারকৃত বিবাদী মো. আক্কাছ আলী (৪৫)কে বিধি মোতাবেক অদ্য ১৩-০৯-২০২৩ ইং তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/amaderkuakata/public_html/wp-includes/functions.php on line 5737caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/amaderkuakata/public_html/wp-includes/functions.php on line 5737