কুয়াকাটা প্রতিবেদক।।
ব্যপক আনন্দ উদ্দীপনা ও দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কুয়াকাটায় পালন করা হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘৭৫তম’ শুভ জন্মদিন।
২৮ শে সেপ্টেম্বর( মঙ্গলবার) সকাল থেকেই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, বাঙ্গালী জাতির অগ্রযাত্রার অগ্রদূত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে কুয়াকাটা পৌর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা, বৃক্ষ রোপন, কোভিড ১৯# এর টিকা দান সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
দিনভর বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যা ৭ টার দিকে কুয়াকাটা পৌর আওয়মীলীগ কর্যালায় জন্মদিনের কেক কাটাসহ, কুয়াকাটা পৌর ছাত্রলীগের সঞ্চালনায় ও পৌর আ,লীগ সভাপতি আঃ বারেক মোল্লার সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১১৪ পটুয়াখালী ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব (এম,পি) মহোদয় ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামিলীগ সভানেত্রী অধ্যক্ষ মোসাঃ ফাতেমা আক্তার রেখা, কুয়াকাটা পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মনির হোসেন ভূঁইয়া, শ্রী অনন্ত মূখর্জী সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনাসভা সঞ্চলনায় ছিলেন কুয়াকাটা পৌর ছাত্রলীগের সভাপতি ও বর্তমান পৌর কাউন্সিলর মোঃ মজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ তাইফুর রহমান হাসান।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান মহিব (এম,পি) বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর এক মাত্র উত্তরসূরি, যনি যোগ্যতা ও দক্ষতা দিয়ে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে একটা গ্রহনযোগ্য স্থানে পৌঁছে দিয়েছেন। ডিজিটাল বাংলাদেশ, মানবিক নেতৃত্ব এবং অগ্রযাত্রার অগ্রদূত শেখ হাসিনা। যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাই শেখ হাসিনার মতো একজন অভিবাবক বাংলাদেশ পেয়ে ধন্য। দেশের উন্নায়নের ধারা অব্যহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার উন্নয়নের চলমান প্রক্রিয়া বজায় রাখতে আহ্বান করেন। তিনি আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল দলীয় কোন্দল অস্থিতিশীলতা বন্ধের জোর অনুরোধ করেন এবং সকল অনুপ্রবেশকারীদের দল থেকে বিতারিত করে দলের স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে বলে তিনি জানান।
আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।