বাবা হত্যার বিচার চেয়ে আর কোনো সাংবাদিকের মেয়েকে যেন রাস্তায় দাঁড়াতে না হয়। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে দাঁড়িয়ে এ কথা বলেন জামালপুরে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত।
সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সাংবাদিক হত্যা, নির্যাতন বন্ধ ও দ্রুত বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
রাব্বিলাতুল জান্নাত বলেন, আমার বাবাকে যখন কবর দেওয়া হয় সেদিন থেকে যে রাস্তায় দাঁড়িয়েছি, আজ পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমি যেন শেষ সাংবাদিকের মেয়ে হই, আমার মতন কোনো সাংবাদিকের মেয়েকে যেন আর রাস্তায় না দাঁড়াতে হয়।
জান্নাত আরও বলেন, আমার বাবার ওপর আগেও হামলা হয়েছে, কিন্তু সেই হামলার কোনো বিচার আমরা পাইনি। আমার বাবা যদি সেই হামলাগুলোর বিচার পেত তাহলে অকালে তাকে যেতে হতো না। আমার বাবার ওপর এতগুলো হামলার মূল কারণ ছিল আমার বাবা স্বাধীনতার স্বপক্ষের লোক ছিল। তিনি সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতো। এই সংবাদ প্রকাশের জের ধরেই আমার বাবার ওপর বিভিন্ন সময় হামলা হয়েছে। তখন আমার বাবা থানায় জিডিও করেছিলেন। কিন্তু তিনি মারা যাওয়ার পর আমাদের পরিবার থেকে যে মামলা করা হয় তাতে আগের সেই জিডিগুলো অন্তর্ভুক্ত করা হয়নি।
নিহত সাংবাদিক নাদিমের মেয়ে জান্নাত আরও বলেন, সিসিটিভির বাইরে যে পরিকল্পনাকারী খলনায়িকা এবং খলনায়ক আছেন তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তাদের দ্রুত আইনের আওতা না আনলে তারা বিভিন্ন ভাবে মামলাকে প্রভাবিত করছে এবং সামনে আরও করবে। তাই আমাদের পরিবারের পক্ষ থেকে চাওয়া এই মামলার যেন দ্রুত বিচার করা হয়। পাশাপাশি বাবু চেয়ারম্যান এবং শাহিনা বেগমকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/amaderkuakata/public_html/wp-includes/functions.php on line 5737caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/amaderkuakata/public_html/wp-includes/functions.php on line 5737