কলাপাড়া প্রতিনিধি।।
কলাপাড়ায় ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় ৭ মাসের গর্ভবতী আমেনা খাতুন (২০) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের স্বামীকে আটক করা হয়েছে।
রোববার (৯ জুন) সকাল সাড়ে ৮ উপজেলার নীলগঞ্জ সুলতানগঞ্জ গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামী মাছ ধরতে নদীতে যায়। আমেনা খাতুন’র দুই ননদ (১) মিম (১৯), (২) মানসুরা (৮) বাসায় ছিল। তারা রাতের খাওয়া দাওয়া শেষে রাতে ঘরের দোতলায ঘুমিয়ে পড়ে। আমেনা খাতুন’র শ্বশুর-শাশুড়ি বাদুরতলীতে তাদের বাসায় ছিল। রাতে আমেনা খাতুন’র ননদ প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য দোতলা থেকে নেমে ঘরের লাইট জ্বালালে তার ভাবি কে ঘরের পশ্চিম পাশে বারান্দায় চালের রুয়ার সাথে তার ব্যবহৃত ওড়না দিয়ে ফাঁস লাগাইয়া ঝুলিয়া আছে। তার ডাক চিৎকার আশপাশের লোকজন এসে মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ সকালে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আনে।
কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে, ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করা হয়েছে।