নিজ বাড়িতে এক নারীকে টানা ১৪ বছর নিজ বাড়িতে বন্দি রেখে ধর্ষণ-নির্যাতন ও যৌনদাসী করে রাখার অভিযোগে ভ্লাদিমির চেস্কিদভ (৫১) নামের এ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রুশ পুলিশ। চেস্কিদভের বিরুদ্ধে অপর এক নারীকে খুনের অভিযোগও রয়েছে।
একাতেরিনা নামের যে নারীকে চেস্কিদভ টানা ১৪ বছর ধরে বন্দি রেখে ধর্ষণ-নির্যাতন করেছেন, তার অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে পুলিশ। বর্তমানে একাতেরিনার বয়স ৩৩ বছর। ২০০৯ সালে যখন তিনি চেস্কিদভের শিকারে পরিণত হয়েছিলেন, সেসময় তার বয়স ১৯ বছর ছিল বলে পুলিশকে জানিয়েছেন এই নারী।
এক প্রতিবেদনে রুশ সংবাদমাধ্যম রাশিয়া টুডে জানিয়েছে, রাশিয়ার পশ্চিামঞ্চলীয় শহর চেলিয়াবিনস্কের বাসিন্দা চেস্কিদভের সঙ্গে একতারিনার সাক্ষাৎ হয়েছিল ২০১৯ সালে। ওই সময় তার বয়স ছিল ১৯ বছর।
পুলিশকে একতারিনা বলেন, আলাপ-পরিচয়ের পর একতারিনাকে নিজ বাড়িতে মদ্যপান-নৈশভোজের নিমন্ত্রণ জানিয়েছিলেন চেস্কিদভ। সেই নিমন্ত্রণ গ্রহণ করে একতারিনা তার বাড়িতে উপস্থিত হওয়ার পরপরই তাকে বন্দি করেন চেস্কিদভ।
তারপর গত ১৪ বছর ধরে এই নারীকে নিজের যৌনদাসীর মতো ব্যবহার করেছেন চেস্কিদভ। একতারিনার ভাষ্য অনুযায়ী, গত ১৪ বছরে তিনি ১ হাজারেরও বেশিবার তাকে ধর্ষণ করেছেন চেস্কিদভ। সেই সঙ্গে গলায় ছুরি রেখে তাকে বাড়িঘরের সব কাজ করাতে বাধ্য করতেন এবং সামান্য অজুহাতে নিয়মিত তাকে নির্মমভাবে প্রহার করতেন।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/amaderkuakata/public_html/wp-includes/functions.php on line 5737caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/amaderkuakata/public_html/wp-includes/functions.php on line 5737