অস্থিতিশীলতা তৈরির হাতিয়ারে পরিণত হয়েছে যুক্তি দেখিয়ে ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটককে নিষিদ্ধ করেছে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল। বুধবার দেশটির যোগাযোগমন্ত্রী বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশে সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ টিকটকের অ্যাক্সেস স্থগিত থাকবে।
বিরোধীদের তীব্র বিক্ষোভের মাঝে মোবাইল ইন্টারনেটের ব্যবহার সীমিত করার কয়েকদিন পর টিকটক নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার
এক বিবৃতিতে দেশটির যোগাযোগমন্ত্রী বলেছেন, টিকটক অ্যাপ্লিকেশন এমন একটি সামাজিক নেটওয়ার্ক; যা ঘৃণা ও ধ্বংসাত্মক বার্তা ছড়িয়ে দেওয়ার খারাপ উদ্দেশ্যের জন্য লোকজন পছন্দ করে। এটি দেশের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।
একই ধরনের যুক্তি দেখিয়ে গত সোমবার পশ্চিম আফ্রিকার এই দেশটিতে ইন্টারনেট পরিষেবাও সীমিত করে ফেলা হয়েছে।
দেশটির বিরোধীদলীয় নেতা উসমানে সোনকোর বিরুদ্ধে বিদ্রোহ, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অন্যান্য অপরাধের অভিযোগ আনার পর এসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিরোধীদলীয় এই নেতার বিরুদ্ধে অভিযোগ আনার পর থেকে দেশটিতে তার কর্মী-সমর্থকরা তীব্র বিক্ষোভ করেছেন।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/amaderkuakata/public_html/wp-includes/functions.php on line 5737caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/amaderkuakata/public_html/wp-includes/functions.php on line 5737