দেশজুড়ে চলমান দাবদাহ, প্রখর রোদ আর গরম থেকে মুক্তি ও বৃষ্টির জন্য কুয়াকাটায় ইসতেস্কার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিশেষ এই নামাজ আদায় করেন মুসুল্লিরা। বিশেষ এই নামাজের ঈমামতি করেন কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম সরোয়ারী। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির আশায় দুহাত তুলে বিশেষ মোনাজাতে কান্নাকাটি করেন মুসল্লিরা। নামাজ পড়তে আসা স্থানীয় মুসুল্লি গাজী মোঃ গিয়াস উদ্দিন বলেন, কয়েক দিন ধরে তাপমাত্রা ক্রমাগত বাড়ছেই। এ জন্য আমরা মহান আল্লাহর দরবারে প্রশান্তির বৃষ্টি চেয়েছি। যে কোনো বিপদ থেকে রক্ষা পেতে আমরা প্রথমেই সৃষ্টিকর্তাকে স্মরণ করি। এ নামাজ ও দোয়ার মাধ্যমে সেই কাজ করা হলো। মহান সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের প্রতি রহমত বর্ষণ করবেন।
নামাজের ইমাম মাওলানা রফিকুল ইসলাম সরোয়ারী বলেন,রকুয়াকাটা ও আশেপাশের মুসল্লিরা একত্রিত হয়ে ইস্তিসকার সালাত আদায় করেছি। আল্লাহ তা-আলার কাছে ক্ষমা চেয়েছি, ভিক্ষা চেয়েছি তিনি যেন আমাদের সবাইকে ক্ষমা করে দিয়ে বৃষ্টি প্রদান করেন। সারা দেশবাসী তীব্র এ গরমে যে কষ্ট করছেন সেটি যেন বৃষ্টি দিয়ে আল্লাহ লাঘব করে দেন, এই দোয়া করেছি।