বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করছে বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি। পাঁচ দিনে ছবিটি আয় করেছে প্রায় ৫৩ কোটি রুপি। বর্তমানে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন এ অভিনেতা। যার ঝলক দেখা গেল তার সোশ্যাল হ্যান্ডেলে।
বুধবার (২ আগস্ট) রণবীর তার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি-ভিডিও পোস্ট করেন। যেখানে একটি স্থিরচিত্রে নানার সঙ্গে ছবির সাফল্য উদযাপন করতে দেখা যায় তাকে। দুজনেই হাত দিয়ে ‘ভি’ চিহ্ন দেখাচ্ছেন। এ সময় রণবীরের পরনে ছিল আকাশী-নীল সোয়েটার। যার ওপরে লেখা ‘হোয়াট ঝুমকা?’। এবং তার নানার পরনে কালো টি-শার্ট। যেটিতে লেখা ‘টিম রকি’। আরেকটি ভিডিওতে নানা-নাতিকে ‘মেরি ছায়া’ সিনেমার ‘ঝুমকা গিরা রে’ গানের তালে নাচতে দেখা যায়। অন্য ভিডিওতে রণবীরের নানা বলছেন ‘টিক্কা ছাড়ো টাকিলা নাও।’
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/amaderkuakata/public_html/wp-includes/functions.php on line 5737caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/amaderkuakata/public_html/wp-includes/functions.php on line 5737