ডেস্ক রিপোর্ট /কলাপাড়ারপ্রতিদিন।।‘ চোরের দশ দিন গিরস্থের এক দিন’ এটা প্রবাদ বাক্য হলেও আরো একবার এর সত্যতা মিললো মহিপুরে। প্রায় দেড় বছর ধরে মহিপুর গ্যাস সিলিন্ডারের গোডাউন থেকে গ্যাস ভর্তি সিলিন্ডার উধাও হয়ে যেতো প্রায়ই। অবশেষে চুরি হওয়া সিলিন্ডারের নিয়মিত ক্রেতাসহ হাতেনাতে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
জানাযায়, দীর্ঘদিন ধরে মহিপুর গ্যাস সিলিন্ডার ডিলার ” মেসার্স কোয়েল স্টোরের গোডাউন থেকে মাঝে মধ্যেই গ্যাস ভর্তি সিলিন্ডার চুরির ঘটনা ঘটে আসছিলো। অবশেষে গত ১৭ ই মে চুরি যাওয়া সিলিন্ডারসহ মহিপুর ফেরিঘাটের মোঃ জহির (৩০) নামের এক চা দোকানিসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
গ্যাসডিলার স্বত্বাধিকারী মোঃ এনামুল হক জানায়, দীর্ঘদিন ধরে তার গোডাউন থেকে ৫০ টির অধিক গ্যাস ভর্তি সিলিন্ডার চুরি হয়েছে। অবশেষে তার তৈরি ফাঁদে হাতেনাতে ধারা পরলো। তিনি আরো বলেন এই চক্রের প্রধান রুবেল গাজী পালিয়ে গেছে। রুবেল গাজীর বাবা এই চক্রের সাথে জড়িত।
এবিষয় মহিপুর থানায়, মোঃ রুবেল গাজী (২৮) ও তার পিতা মোঃ নুরসায়েদ গাজী (৫৫), মোঃ জহির (৩০) তিনজনকে আসামি করে একটি চুরি মামলা দায়ের করা হয়েছে।