পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর কল্যাণ তহবিল হতে পটুয়াখালী জেলার বিভিন্ন সেক্টরে আহত/অসুস্থ শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য এবং তাঁদের মেধাবী সন্তানদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
অদ্য ৪ ঠা জানুয়ারি রোজরবিবার পটুয়াখালী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ কর্মসুচির অনুষ্ঠিত হয়।
এসময় তাদের আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); জনাব লতিফা জান্নাতী, উপজেলা নির্বাহী অফিসার, পটুয়াখালী সদর সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।।
উক্ত সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব এবং শ্রমিকদের উন্নয়নে সরকার সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ করোনা পরিস্থিতিতে বিভিন্ন সেক্টরে আহত অসুস্থ শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসার ক্ষেত্রে যেন কোন ধরনের সমস্যা না হয় এ লক্ষ্যেই শ্রম অধিদপ্তরের আওতায় এ সহায়তার জন্য চেক হস্তান্তর করা হয়।