সাইফুল ইসলাম জুলহাস স্টাফ রিপোর্টার:
বরগুনা সদর উপজেলার ১০নং নলটোনা ইউনিয়নের পুলিশ সদস্য বাশার মুসল্লির ছেলে মামুন মুসুল্লির নেতৃত্বে হামলার শিকার হন একই গ্রামের জলিল, সেন্টু, মিনহাজ উদ্দিন , আমেনা ও রাবেয়া আহতরা বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, শুক্রবার সকালে মিনহাজ উদ্দিন কে মারধর শুরু করলে তার ছেলেরা ও ছেলের বউ সহ সকলে গেলে তাদেরকেও মারধর শুরু করে মামুন ও তার সহযোগী মিজানুর, জাফর দেলোয়ার, হাকিম ও নুপুর সহ অনেকে। এক পর্যায়ে স্থানীয়রা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে নিতে বাধা প্রদান করেন মামুনের লাঠিয়াল বাহিনী। পরে বরগুনা সদর থানার এসআই নুরুজ্জামান ও বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এসে আহতদের বরগুনা সদর হাসপাতাল পাঠানোর ব্যাবস্থা করে সাথে করে হাসপাতালে পৌঁছে দেয়।
স্থানীয়রা বলেন, জমিজমা নিয়ে এদের ভিতর আগে থেকেই দ্বন্দ্ব ছিল মামুনের বাবা পুলিশে কর্মরত থাকায় মামুনের তাণ্ডব বেশি, এলাকার সালিশ ব্যবস্থা মামুন মানতে চান না। টাকার পাওয়ার দেখিয়ে এগুলো করে আসছেন।
বাদল মিয়া বলেন, মামুনের বাবা পুলিশ হওয়ায় এলাকায় বিভিন্ন দাপট দেখিয়ে আসছেন। মামুন মাদকের সাথে জড়িত। মামুনের কথার বাইরে গেলে মামুনের বাহিনী নিয়ে তাদের ওপর হামলা চালায়। মামুনের হামলার শিকার অনেকেই। টাকার গরমে মামুন মানুষকে অনেকভাবে নির্যাতন করে থাকে! তারা খুবই প্রভাবশালী তাদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ আমরা এর বিচার চাই।
অভিযুক্ত মামুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে বার বার ফোন করা সত্ত্বেও তিনি ফোন ধরেননি।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এবং বাদি কর্তিক মামলা প্রকৃয়াঅধীন রয়েছে।