কলাপাড়া প্রতিনিধিঃ
পটুয়াখালীর কালাপাড়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কলাপাড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. রিমন সিকদারের পুত্র মো. শিথিল সিকদার সড়ক দুর্ঘটনায় অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) কলাপাড়া নতুন বাজারস্থ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কার্যলয়ে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে কলাপাড়া মফস্বল সাংবাদিক ফোরাম এর সভাপতি এইচ আর মুক্তা ও সাধারণ সম্পাদক আরিফ সিকদার অসুস্থ শিথিলের সুস্থ্যতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি মো. ওমর ফারুক, প্রচার সম্পাদক ইমন আল আহসান, আইন বিষয়ক সম্পাদক নয়নাভিরান গাইন (নয়ন), সদস্য এস কে রঞ্জন, হাজী মো. নাসির উদ্দিন ও মোস্তাফিজুর রহমান (সুজন) মৃধাসহ অন্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত থেকে অসুস্থ সিথিলের সুস্থতা কামনা করেন।