কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার ২৪ আগস্ট,২০২০ বঙ্গোপসাগরে কক্সবাজার চ্যানেল থেকে ১৩ লাখ পিস ইয়াবাসহ একটি ট্রলার জব্দ করেছে র্যাব-১৫। এ সময় দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব ১৫-এর ইনচার্জ আজিম আহমেদ। র্যাবের দাবি, এটি কক্সবাজার এলাকার সর্ববৃহৎ ইয়াবার চালান।
র্যাব সূত্র জানায়, গত কিছু দিন আগে বঙ্গোপসাগর দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে দেশে প্রবেশের খবর আসে। এর ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ১৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুজনকে গ্রেফতার করা হয়েছে। তবে কখন এ অভিযান চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি।
সোমবার দুপুরে কক্সবাজারে র্যাব ১৫-এর কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক আশিক বিল্লাহ।