মোস্তাফিজুর রহমান সুজন, কলাপাড়া থেকে ।।
পটুয়াখালীর কলাপাড়ায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীদের সাথে কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি বিষয় নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তর কলাপাড়ার আয়োজনে বুধবার সকালে উপজেলা মৎস্য ভবনে মতবিনিময় সভায় আলোচনা করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, বাংলাদেশ মৎস্য গবেষনা ইনষ্টিটিউট খেপুপাড়া শাখার সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড.এস এম তানবিরুল হক, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন মাননু। এসময় কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোটার্স ক্লাব ও কলাপাড়া রিপোটার্স ইউনিটির ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলো।