কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
রামু ৫০০বেশি গাড়ি নিয়ে শুভ যাত্রা মুজিব বর্ষ উপলক্ষে মাবুদ চেয়ারম্যানের পক্ষে খুনিয়া পালং শোডাউন এলাকার সর্বস্তরের জনতা এই মিছিলে শোডাউনে অংশগ্রহন করেছেন তারা বলেন গরিব অসহায় মানুষদের পাশে সব সময় আমরা তাকে পেয়েছি আমরা তার ডাকে সাড়া দিয়ে রাস্তায় নেমে পড়েছি আপামর জনসাধারণ মুজিব বর্ষ পালন করছেন, উপস্থিত বক্তারা বলেন এই এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেছেন তিনি ব্রিজ খালবাট রাস্তা স্কুলমাদ্রাসায় ওয়াজ মাহফিলে তিনি সব সময় উপস্থিত থাকেন এবং সহযোগিতা করেন তবে এরকম একজন নেতা আমাদের জন্য দরকার আমরা তাকে চাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে দেখতে চাই আমরা তাকে
এমবোলেন্স,ট্রাক,মাইক্রো,জিপ সহকারে এসব গাড়ি দিয়ে শোডাউন করেছেন খুনিয়া পালং ইউনিয়নবাসি এবং চেয়ারম্যান মাবুদ সহ কক্সবাজার সদর আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল এমপি
হাজারো মানুষের প্রিয় নেতা বলেন মাবুদ একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ সে এলাকার জন্য অনেক কিছু করতে চাই তার আসা এই এলাকার মানুষকে অসহায় মুক্ত দারিদ্র্যমুক্ত ও এলাকার মানুষের হাসি ফোটানো তার একমাত্র লক্ষ্য চেয়ারম্যান আব্দুল মাবুদ সাংবাদিক।
সৎ যোগ্য প্রার্থী ইউনিয়নের।
প্রামাণ্যচিত্র শোডাউনে দেখাই দিলেন তিনি
তার নেতৃত্বে খুনিয়া পালং ইউনিয়ন থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে করেন শোডাউনে কয়েশ’ মোটরসাইকেল,ট্রাক,মাইক্রো,জিপ বহরের করে এবং ইউনিয়নে বিভিন্ন গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। শোডাউন শেষে গ্রামের মানুষের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে দোয়া কামনা করেন আব্দুল মাবুদ সাংবাদিক বতর্মান চেয়ারম্যান।
তিনি বলেন
ইনশাআল্লাহ্ আমাকে দিয়ে উন্নয়ন সম্ভব বলে আমি মনে করি। তাই এবার যেকোনো ভাবে এলাকার মানুষের পাশে আছি থাকবো ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা মাঠে নেমেছি। আরো বলেন আগামী দিনের জন্য জায়গা-জমি তো দূরের কথা কিছুই করবো না জা কিছু করবো সব কিছু দেশ ও জাতির জন্য করব এলাকার মানুষের জন্য করব আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের কে,,
উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার নেতা রুস্তম আলী চৌধুরী ও এবং রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবু তপন মল্লিক যুবলীগের সাধারণ সম্পাদক বাবু নীতিশ বড়ুয়া ছাত্রলীগের সম্ভব্য সভাপতি পদপ্রার্থী সোহেল, ইউপি সদস্য সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।। ।