গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ।
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পৌরশহরের ৩নং ওয়ার্ডের গোরস্থানপাড়া মহল্লার গোলজার রহমানের কন্যা দুই সন্তানের জননী মোছাঃ আদুরী বেগমের বাড়ী গত ১ বছর পূর্বে ভাত রান্না করার সময় হঠাৎ করে সর্বশরীরে আগুনে পুড়ে ঝলসে যায়।
তাৎক্ষনিকভাবে ঢাকা বার্ন সার্জারী ইউনিটে ভর্তি করা হলে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে,ডাক্তার তাকে প্লাস্টিক সার্জারী জন্য বলেন, এক পর্যায়ে অর্থা অভাবে আদুরীকে ছাড়পত্র প্রদান করেন ডাক্তার।
অর্থ না থাকায় আদুরী বুকে চাপা কষ্ট নিয়ে বাড়ি ফিরে আসেন ।
কিন্তু আর্থিক না থাকায় আদুরীর ভাজ্ঞে আজও জোটেনি প্লাস্টিক সার্জারি।
ডাক্তার জানিয়েছেন সার্জারি করতে প্রায় ৩ লক্ষাধিক টাকার প্রয়োজন বলে জানিয়েছেন ।এ বিষয়ে আদুরী গণমাধ্যম কর্মীদের জানান, তিনি টাকার অর্থা অভাবে সাভাবিক জীবনে ফিরতে পারেনি ।
তাই নিরুপায় দেশের সেবা প্রতিষ্ঠানসহ বিত্তশালীদের নিকট সাহায্যের চেয়ে আবেদন করেন আদুরী বেগম।
আদুরী আরও জানান যে, আমাকে পূর্বের সুন্দর জীবন যাপনের জন্য আর্থিক সাহায্য দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানাঃ রকেট-০১৩০৪-০৫৫৩৪৫ মোবাইল নম্বরে পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছেন ।