সোহরাব বরগুনা সংবাদদাতা:
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার, মফিজুল ইসলাম এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে রংপুর মেট্রোপলিটন পুলিশে বদলী হওয়ায় পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), বরগুনা’র সহ- সভানেত্রী সাবরিন জাহান (সহধর্মিনী অতিরিক্ত পুলিশ সুপার, বরগুনা মফিজুল ইসলাম)’র বিদায় উপলক্ষে পুনাক বরগুনা’র সভানেত্রী রাবেয়া বসরী (সহধর্মিনী পুলিশ সুপার, বরগুনা মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক)’র সভাপতিত্বে পুনাক, বরগুনা কর্তৃক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায় সংবর্ধনার সভানেত্রীসহ পুনাকের সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। এতে বিদায়ী অতিথির বিভিন্ন গুনাবলিসহ তার উত্তরোত্তর সফলতা কামনা করা হয় এবং পুনাক বরগুনা’র পক্ষ থেকে সম্মানসূচক উপহার সামগ্রী তুলে দেয়া হয়।