কবিতাঃ বিবি ফাতেমা
ঋতু রাজের ফাগুন আজ
বসন্ত সেজেছে ফুলে ফুলে
ফাগুনের হিমেল হাওয়ায় যেন
পাখিরা মুখরিত দলে দলে।
শিমুল,সবুজে রং মেখেছে
মুক্তরাঙা মন নীল আকাশে
প্রাণহারা আনন্দে বইছে দিগন্তে
যেন বসুন্ধরা স্নিগ্ধ বাতাসে।
নাজুক বসন্তের ফুলের শোভায়নে
শোভিত হল তোমার তনু।
ঝিরিঝিরি ঘ্রাণে কৃষ্ণকলি ফাগুন
ছড়াল যে বসন্তের রেণু।
নব আহবানে দিবা সাজিল
গগণ সূর্যভরা সোনালী রোদে।
ভাটিয়ালী সুরে মাতিল মাঝিপ্রাণ
বিকেলের সে গোধূলীর লগ্নতে।
এ যেন উচ্ছ্বসিত জীবনে
বয়ে আনা উদ্যম আনন্দ।
উদ্বেলিত হৃদয়ে ফুলমাল্য যে
হল বরণ শুভ বসন্ত।
ফাগুনের আগমনে,ফুলেল শোভালয়ে
জেগেছে বসন্ত, লেগেছে দোলা।
প্রকৃতির সাথে হৃদয়ের প্রত্যয়ে
এগিয়ে যাক জীবনের পথচলা।