সোহরাব বরগুনা জেলা প্রতিনিধি:
১০ফেব্রুয়ারি ২০২১ বুধবার বেতাগী থানার আয়োজনে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং কিশোর গ্যাং, ধর্ষণ, নারী নির্যাতন ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, পুলিশ সুপার, বরগুনা। এ সময় আরো উপস্থিত ছিলেন, মেহেদী হাছান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), বরগুনা, মাকসুদুর রহমান ফোরকান চেয়ারম্যান উপজেলা পরিষদ বেতাগী, এবিএম গোলাম কবীর মেয়র বেতাগী পৌরসভা, সাখাওয়াত হোসেন তপু অফিসার ইনচার্জ বেতাগী থানা সহ
স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগণ।
অপরাধ দমন ও অপরাধীদের আইনের আওতায় আনাসহ নারীর প্রতি যে কোন ধরনের সহিংসতা রোধে বরগুনা জেলা পুলিশ আপোষহীন মর্মে পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে উল্লেখ করেন এবং অপরাধ ও মাদক মুক্ত আদর্শ বরগুনা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।