সোহরাব বরগুনা প্রতিনিধি:
Do not be concerned about finding a great writer to compose your essay; For Many people take up this line of work since they want a source of additional income, while others utilize it as a means to go back A fantastic thought for organizing your own study https://www.affordable-papers.net/ is to ask for assistance from someone who understands about your subject and write down any questions that you might have.
to school. example, a lot of people prefer to format their essays because the old-fashioned direction of doing things. lots of companies will actually take care of the entire process for you.বরগুনা জেলা পুলিশের আয়োজনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সচেতনতামূলক শোভাযাত্রা, ভিকটিম সাপোর্ট সেন্টারে মাতৃদুগ্ধ পান কর্নার এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশটায় পুলিশ সুপার কার্যালয় থেকে র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে পুলিশ সুপার কার্যালয় শেষ হয়। পুলিশ সুপার সম্মেলন কক্ষে ভিকটিম সাপোর্ট সেন্টারের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এস আই জান্নাতুল ফেরদৌসীর সঞ্চালনায়, পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গির মল্লিক এর সভাপতিত্বে আলোচনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ প্রশাসন) মফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান, সদর থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখা (ওসি ডিবি) আবুল বাসার সহ নারী নেত্রী, উন্নয়ন কর্মী, গণমাধ্যমকর্মী, আইনজীবী, ও বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ সহ আরো অনেকে।