কিশোর শর্মা-কেন্দুয়া প্রতিনিধিঃ
এটাই চিরন্তন সত্য যে মানুষের মৃত্যু অবধারিত, তবে মানুষের অকাল ও অসহনীয় মৃত্যু বেদনাদায়ক।
নেত্রকোনার জেলার কেন্দুয়া পৌর আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসে সুনামের সাথে দীর্ঘদিন ধরে দলিল লেখক হিসেবে কাজ করে আসছিলেন মরহুম খায়রুল হাসান ভূঞা। তিনি দিগদাইর গ্রামের মরহুম হাবিবুর রহমান ভূঞা’র ছেলে ও কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংগ্রামী ছাত্রনেতা মো: কামরুল হাসান ভূঞা’র ছোট ভাই।
মঙ্গলবার ২ফেব্রুয়ারি রাত ১২.১৫ মিনিটের শেষ নি:শ্বাস ত্যাগ করে। তাই ভাবতেই অবাক লাগে হঠাৎ ব্রেইন স্ট্রোক জনিত কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন।
আজ বুধবার ৩ জানুয়ারী ২.৩০ মিনিটে কেন্দুয়া পৌরশহরের দিগদাইর জামিয়া ইসলামিয়া রাশিদিয়া হাফিজিয়া মাদ্রাসায় জানাযা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জানাযা জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: লাইমুন হোসেন ভূঞা’র পরিচালনায় তার বিদেহী আত্মার শান্তি কামনায় বক্তব্য রাখেন-
কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি-কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক-নবনির্বাচিত কেন্দুয়া পৌরসভার মেয়র মো: আসাদুল হক ভূঞা, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: কামরুল হাসান ভূঞা, কেন্দুয়া পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি-কেন্দুয়া বাজার কমিটির সভাপতি মো: এনামূল হক ভূঞা ও কেন্দুয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মাজহারুল ইসলাম জুয়েল।
এ জানাযায় উপস্থিত ছিলেন-মরহুম খায়রুল হাসানের অনেক গুণগ্রাহী বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন এবং সকলে শরীক হয়ে তার আত্মার শান্তির মাগফিরাত কামনা করেন।