সাইফুল ইসলাম জুলহাস স্টাফ রিপোর্টার:
বরগুনার সদর উপজেলার কলেজ রোডস্থ উতসর্গ ফাউন্ডোশন কার্য্যালয়ের সামনে সোমবার (০১ ফেব্রুয়ারি ) বিকালে অসহায়দের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়া। বামনা উপজেলার বুকাবুনিয়া গ্রামের মরহুম হাসান আলী মোল্লার নাতি নাভানা গ্রুপের জেনারেল ম্যানেজার আরফাদুর রহমান বান্টির ব্যক্তিগত সহায়তায় শীত বস্ত্র প্রদান করা হয়। বিতরন অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বরগুনা জেনারেল হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডাঃমোঃ কামরুল আজাদ , ডা: মেহেদী হাসান (মেডিকেল অফিসার) ও উতসর্গ বরগুনা জেলা শাখার সদস্যরা।
উল্লেখ্যা নাভানা গ্রুপ এবং জেনারেল ম্যানেজার আরফাদুর রহমান বান্টির একান্ত উদ্যোগে করোনা মহামারীতে বরগুনা জেনারেল হাসপাতাল করোনা ইউনিটে দুইটি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা মেশিন সহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সংযোজিত হয়।
আরফাদুর রহমান বান্টি বলেন,সাধারণ মানুষের জন্য কিছু করতে চাই অসহায় মানুষদের পাশে ছিলাম আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে বরগুনার সাধারণ মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ