দিনাজপুর প্রতিনিধিঃ
আজ ২৫ জানুয়ারী ২০২১ তারিখ দিবাগত রাত আনুমানিক ২ টার সময় জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহম্মদ ফেদৌস হাসান টিটোর দিগ নির্দেশনায় ডাংগাপাড়া বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল লতিফ এর নেতৃত্ব টহলদল ঘাসুড়িয়া মাঠের মধ্যে (হাকিমপুর, দিনাজপুর) টহলরত থাকাবস্থায় চোরাকারবারী ভারতীয় মহিষ-০২ টি নিয়ে আসার সময় টহলদল ধাওয়া করলে ফেলে পালিয়ে যায়। যা টহলদল মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়। অপরদিকে পৃথক অভিযান পরিচালনা করে হিলিসিপি বিওপি টহলদল ভারতীয় মদ-৫১ বোতল, কয়া বিওপির টহলদল ভারতীয় গাঁজা-০২ কেজি, মংলা বিশেষ ক্যাম্পে টহলদল ভারতীয় ইয়াবা ট্যাবলেট-২৮৮ পিস এবং ফেন্সিডিল-৬৫ বোতল আটক করতে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো জানান, অভিযানের সময় চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে অনুসন্ধানে ঘটনার সাথে জড়িতদের নাম ঠিকানা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি। আটককৃত মহিষ, গরু এবং মাদকদ্রব্যে সর্বমোট সিজার মূল্য-৭,০৫,৯০০/- (সাত লক্ষ পাঁচ হাজার নয়শত) টাকা মাত্র।