বিষেশ প্রতিনিধি।
পটুয়াখালীধীন মহিপুর সদর ইউনিয়নে ১ সন্তানের জনক শামীম হাওলাদার (৩০) নামের এক যুবকের ধর্ষনে এক কিশোরী ৭মাসের অন্তসত্তা হয়ে পড়েছে। এঘটনায় গতকাল শুক্রবার রাতে ওই কিশোরীর পিতা বাদী হয়ে শামীমকে আসামী করে মহিপুর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করছেন। শামীম মহিপুর সদর থানার মহিপুর গ্রামের উমর আলী হাওলাদারের ছেলে।
কিশোরীর পরিবারিক সূত্রে জানা যায়, ওই কিশোরীর পিতার সাথে এক সন্তানের জনক শামীম বেশ কয়েক বছর ধরে মাছের গদিতে কাজ করতো। সে সুবাদে তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে। এ সুযোগে শামীম প্রায় দুই বছর আগে ঘর ফাকা পেয়ে ওই কিশোরীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে টানা ধর্ষনে ওই কিশোরী ৭ মাসের অন্তসত্তা হয়ে পরে। বিষয়টি জেনে শুক্রবার রাতে তার পিতা মহিপুর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।
ওই কিশোরীর মা সাংবাদিকদের জানান, তিনি মাছের আড়দে মাছ ভাঙ্গার শ্রমিক হিসেবে কাজ করছেন। শামীম তাদের বাসায় প্রায় যাতায়াত করতো। শামীমের স্ত্রী সন্তান রয়েছে এজন্য তারা সন্দেহ করেনি। অন্তসত্তার বিষয়টি গত ১ সপ্তাহ আগে জানতে পারি। শামিমের পরিবার বিয়ের প্রস্তাব করে এবং বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসার কথা বলে কালক্ষেপন করায় মামলা করতে দেরী হয়েছে বলে দাবী করেন।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, গতকাল রাতে ওই কিশোরীর পিতা একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। শামিমকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।