নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী জেলাঃ
শ্বশুর বাড়িতে বেড়াতে এসে প্রতিবেশীর বসতঘরে ডুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ।
মহিপুর তাহেরপুর গ্রামে (বিগত ২২ ডিসেম্বর, ২০২০) মৃত মোশারেফ হোসেনের কিশোরী মেয়ে মোসাঃ মিতু বেগম (১৫)কে ধূলাসার ইউনিয়নের আনোয়ার হোসেনের পুত্র মোঃ মঈনুদ্দিন (৩০) ফাঁকাঘড়ে মিতুকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
ঘটনার পরপরই কিশোরী মিতুর (১৫) নানী, মোসাঃ আনোয়ারা বেগম বাদী হয়ে মহিপুর থানায় একটি ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করেন।
সংশ্লিষ্ট তথ্যমতে ও অভিযোগের বিবরণীতে জানাযায়, ১নং বিবাদী মোঃ মঈনুদ্দিন (৩০) ও ২নং বিবাদী মোসাঃ রাবেয়া (৫০) এর বাসায় বেড়াতে আসেন।
গতমাসের ২২ ডিসেম্বর দুপুরের সময় আমি বাড়িতে না থাকার সুবাদে ২নং বিবাদী রাবেয়া বেগমের কুপরামর্শ নিয়া অসৎ উদ্দেশ্যে আমার বাড়িতে অনাধিকারভাবে প্রবেশ করিয়া আমার নাতনী ১নং সাক্ষী মোসাঃ মিতু (১৫)কে কুপ্রস্তাব দিলে সে রাজি না হলে ১নং বিবাদী মোঃ মঈনুদ্দিন (৩০) আমার নাতনীকে জোরপূর্বক চৌকির উপরে শোয়াইয়া মিতু (১৫) কে টানাহেঁচড়ার করিয়া শরীরের বিভিন্ন আপত্তিকর স্থানে হাত দিয়ে নির্যাতন করে।
১নং সাক্ষী মোসাঃ মিতুর (১৫) ডাক চিৎকারে উল্লেখিত ২নং সাক্ষী মাসুমা (৩০) ঘটনাস্থলে আসিলে অভিযুক্ত মঈনুদ্দিন ঘরের বাহিরে চলে যায়। আমি বাড়িতে আসিয়া উক্ত ঘটনা শুনিতে পাইয়া বিবাদীকে জিজ্ঞেস করিতে গেলে আমাকে ও ১নং সাক্ষীকে বিভিন্ন প্রকারের ভয়ভীতি খুন জখমের হুমকি প্রদর্শন করেন এবং বলে যে, উক্ত ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে হাত, পা ভেঙে দিবে বলিয়া আমাকে হুমকি দেয়।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনার সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।