সাইফুল ইসলাম জুলহাস (স্টাফ রিপোর্টার)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে আঘাত ও অবমাননার প্রতিবাদে বরগুনা জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। “জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” এই শ্লো-গানকে সামনে রেখে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সকাল সাড়ে দশটা মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এসময় বক্তব্য রাখেন, বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, ভারপ্রাপ্ত জেলা ও দায়রাজজ এ এইচ এম এসমাইল হোসেন, পুলিশ সুপার মো. মারুফ হোসেন বিপিএম-পিপিএম, বরগুনার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, বরগুনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুস সালাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার, মহিলা বিষয়ক অধিদপ্তর-বরগুনার উপপরিচালক মেহেরুন নাহার মুন্নী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আবদুস সালাম, জেলা প্রশাসনের চতুর্থ শ্রেণি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক মৃধা প্রমূখ।
এ সময় তারা বলেন, কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গচুর ও নির্মাণে বিরোধীতার নামে জামায়েতের মদতপুষ্ট উগ্ৰ মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্ঠা করছে, তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং সাহস হৃদয়ে ধারণ করে এই সকল পাকিস্তানের প্রেতাত্মা মৌলবাদী শক্তিকে পরাভূত করতে হবে।