সাইফুল ইসলাম জুলহাস (স্টাফ রিপোর্টার)
বরগুনায় রোপন করা ৫টি গাজির গাছসহ সাদ্দাম নামের এক যুবককে আটক করেছে বরগুনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।
সোমবার সকাল ৭টার দিকে সাদ্দামের বাসার ছাদ থেকে হাতেনাতে আটক করা হয়।
বরগুনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে জানা গেছে,বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের উত্তর বড় লবনগোলার মৃত্যু আব্দুল রব হাওলাদারের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৫) কে তার নিজ বাড়ির ছাদ থেকে পাঁচটি গাঁজার গাছ সহ হাতেনাতে আটক করা হয়। গাছ পাঁচটির ওজন ৫ কেজি, দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।
বরগুনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক ফরহাদ আকন্দ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সাদ্দামের বাড়িতে অভিযান চালিয়ে ছাদের টবে থাকা পাঁচটি তাজা গাছসহ তাকে আটক করি। এছাড়াও সাদ্দাম এর ব্যাপারে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। মাদকদ্রব্য আইনে সাদ্দামের নামে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।