নিজস্ব সংবাদদাতা।
পটুয়াখালীর দশমিনায় নাসরুল হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তির গলাকাটা বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর-২০২০ ইং) সকালে বসতঘরের রান্নাঘর থেকে উদ্ধার করে পুলিশ ꫰
থানা পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের পিতার সাথে পুত্রের জমি বিক্রি নিয়ে কয়েক দিন যাবৎ বিবাদ চলে আসছিল। বুধবার রাতের কোন এক সময় হয়ত এঘটনা ঘটাতে পারে꫰ থানা পুলিশ খবর পেয়ে বস্তাবন্দি অবস্থায় ওই লাশ উদ্ধার করে। এদিকে নিহতের ছেলে ইমরান পলাতক রয়েছে বলে জানা গেছে꫰
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) গলাচিপা মোঃ ফারুক হোসেন ও সহকারী পুলিশ সুপার পটুয়াখালী সদর শেখ বেল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এবিষয়ে দশমিনা থানার ওসি জসীম উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি বিক্রি নিয়ে ছেলের সাথে বিবাদ ছিল । তবে এ কারণেই যে খুন হয়েছে সেটি নিশ্চিত নয়। এদিকে ছেলে ইমরান পলাতক রয়েছেন আর নিহতের স্ত্রী রিনা বেগমকে জিঞ্জাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
নিউজ পাঠানোর আগে পর্যন্ত প্রতিবেদকের কাছে এ খবর পাওয়া যায়।