মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি
বেনাপোল খড়িডাংগা এলাকা থেকে ৪৯ বোতল ফেন্সিডিল সহ আব্দুল মজিদ (২৬)কে আটক করেছে বিজিবি।সোমবার সকালে তাকে আইসিপি ক্যাম্পের সদস্যরা আটক করেন।সে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের আলী হোসেনের ছেলে।
আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আরশাফ হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার মোঃ খোরশেদ হোসেনের নেতৃত্বে একটি টহলদল ০৯ নভেম্বর সকালে খড়িডাঙ্গা পাকা রাস্তার উপর হতে ভারতীয় ৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১টি মোটরসাইকেল সহ মোঃ আব্দুল মজিদকে হাতেনাতে আটক করা হয়।
তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।