আব্দুল কাইয়ুম, বিশেষ প্রতিনিধিঃ
মহিপুর থানার আলিপুর মৎস্য বন্দরে কুয়াকাটা নৌ পুলিশের বিশেষ অভিযানে চার মন জাটকা ইলিশ মাছ আটক করা হয়েছে।
কুয়াকাটা নৌ পুলিশের (এএসআই) কামরুলের নেতৃত্বে শনিবার (০৭, নভেম্বর) সকাল ১১:৩০টায় গোপন সংবাদের ভিত্তিতে হিমালয় বরফ কলের সামনে থেকে একটি ট্রলার থেকে জাটকা ইলিশ মাছ আটক করা হয়।
আটককৃত জাটকা ইলিশ মাছগুলো কুয়াকাটা, আলিপুর ও মহিপুরের বিভিন্ন ইয়াতিমখানা এবং মাদ্রাসায় বিতরণ করে দেয়া হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আবুল বাশার ও কুয়াকাটা নৌ পুলিশের অভিযান দল।
কুয়াকাটা নৌ পুলিশের এএসআই কামরুল বলেন, আমাদের জাটকা ইলিশ মাছ ধরা নিধনের অভিযান অব্যাহত থাকবে।