কলাপাড়া প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়া পৌর ছাত্রলীগরে সাধারণ সম্পাদক জুয়লে এর নতেৃত্বে সন্ত্রাশী হামলায় ব্যাবসায়ী ছালাম বশ্বিাস গুরুতর আহত হওয়ার খবর পাওয়াগেছে। জানাযায় ২০অক্টবর মঙ্গলবার সন্ধ্যায় কলাপাড়া পৌরসভার হাজী র্মাকেট ব্যাবসায়ী ছালাম বশ্বিাস এর দোকানে জুয়েল মটরসাইকেলে পেট্রোল ভরাব জন্য দোকানির কাছে পেট্রোল চায়। তা দিতে দেরি হওয়ায় জুয়েল সহ-তার সহযোগীরা তাকে হঠাৎ উত্তেজনা হয়ে মারধর করে ও চাঁদা দাবী করনে। ছালাম বশ্বিাস টাকা দেিত অপারগতা প্রকাশ করলে তারা দোকানের ক্যাশ থেকে নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় পাশের দোকানীরা জুয়েল সহ তার সহযোগীদের ধাওয়া করলে জুয়েলের অনুশারিরা পালিয়ে যায়। ছালাম বিশ্বাস বাদি হয়ে কলাপাড়া থানায় বাদি হয়ে একটি চাঁদা বাজী মামলা দায়েল করেন, কলাপাড়া থানা এস,আই সুকন্ঠ পৌরশহরের ফেরিঘাট নামক স্থান থেকে জুয়লে রানা, রাকবিুল ইসলাম,ইউনুস ফরাজী কে গ্রফেতার করনে । এ বিষয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত র্কমর্কতা খন্দকার মোস্তাফিজুর রহমান জনান,তাদরে বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।