মাহবুব হোসেন মেজর, জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা দলিল লেখক সমিতি নির্বাচনে মোঃ আনোয়ার হোসেন বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছে। সাধারন সম্পাদক মোঃ কাইছার আলী ২১ ভোটে নির্বাচিত হয়েছে। তাহার প্রতিদন্দি প্রার্থী মোঃ মাসুদ রানা ০ ভোট। মোট ভোটার সংখ্যা ৩২ জন। ১১ জন অনুপস্হিত।
এ বিষয়ে হাকিমপুর উপজেলা চত্বরে স্বরেজমিনে যেয়ে জানা গেছে ভোট হয়েছে এটি বেশির ভাগ ভোটার জানেন না। ইতি পুর্বে কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাবেক দলিল লেখক সমিতির সভাপতি মোঃ মোখলেছার রহমান সাংবাদিকদের জানান এখানে কোন ভোট হয়নি, এটি সম্পুর্ন রুপে এ টি অবৈধ্য নির্বাচন। কিসের নির্বাচন এখানে তো কোন ভোট গ্রহন হয়নি। এ কমিটি তাহারা মানে না।
এ দিকে কাইছার আলী তাহার প্রতিদন্দিডম প্রার্থী মোঃ মাসুদ রানা বলেন এখানে কোন ভোট গ্রহন হয়নি। এ কমিটি আমরা মানি না মানবো না।
তাই এসব বিষয়ে হাকিমপুর উপজেলা পরিষদের সুযোগ্য চেযারম্যান মোঃ হারুন-উর -রশিদ হারুনের সুদৃষ্টি কামনা করেন হাকিমপুর উপজেলার সকল মোহরী বৃন্দ নতুন করে আবার ভোট গ্রহনের মাধ্যমে সুন্দর একটি কমিটি দেওয়া হৌক এ দাবি সকল মোহরী বৃন্দদের।