মোঃ জাহিদ, কুয়াকাটা প্রতিনিধিঃ
আজ মঙ্গলবার সকালবেলা সকাল ৯ ঘটিকায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিউটের উদ্দ্যেগে মাঠ পর্যায় কৃষকদের নিয়ে মত বিনিময় করেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মোঃ নজরুল ইসলাম সুমন। তিনি বলেন আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে সল্প সময় কৃষকের অধিক ফলন ও খরচে বাচাঁনোর যায় সে বিষয়ে আমরা অনেক গুলো আধুনিক যন্ত্রপাতি তৈরী করতে সক্ষম হয়েছি। যার মধ্যে (১) বারি বীজবাপন যন্ত্র। (২) বারি বেড প্লান্টার (৩) বারি শুকনা জমি নিড়ানি যন্ত্র। (৪) বারি এক্সিয়াল ফ্লো পাম্প। (৫) বারি হস্তচালিত ভুট্টা মাড়াই যন্ত্র। (৬) বারি শক্তিচালিত ভুট্টা মাড়াই যন্ত্র। (৭) বারি মোবাইল ভুট্টা মাড়াই যন্ত্র। (৮) বারি কম্পোস্ট সেপারেটর ইত্যাদি। বৈজ্ঞানিক কর্মকর্তা সুমন মিয়া মাল্টিমিডিয়া প্রজেক্টেরের মাধ্যমে সকল যন্ত্রপাতির ব্যাবহার দেখিয়ে কৃষকদের উৎসাহিত করে তোলেন। এমনকি বারি বীজবাপন যন্ত্রের ব্যবহার বাস্তবে শিক্ষা দিয়েছেন। আর এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা কৃষি গবেষণা ইনিস্টিউটের দায়িত্বে থাকা পরিশ্রমী কৃষি অফিসার জনাব মোঃ আফজাল হোসেন ও তার সহকর্মীরা। অত্র মতবিনিময় সভাটি লতাচাপলী ইউনিয়নের ২নং ওয়ার্ড ফাসিপাড়া মোঃ নওয়াব আলী হাওলাদারের বাড়িতে অনুষ্ঠিত হয়। বৈজ্ঞানিক কর্মকর্তা সুমন মিয়া বলেন বর্তমানে কৃষি কাজকে সরকার কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে কৃষকদের সামনের দিকে এগিয়ে নিচ্ছে বর্তমান সরকার। আমাদের দেশের কৃষি খাতের ঘাটতি পূরণ করে আধুনিক বিশ্বের সাথে তালমিলিয়ে এগিয়ে যাবে। এসবের অবাদান রাখতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার শেখা ও বাস্তবয়ন অত্যন্ত জরুরী। কৃষি গবেষণা ইনিস্টিউটের সাথে অর্থায়নে আছে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট। আর বাস্তবায়নে ফার্ম মেশিনারি এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ।উক্ত সভায় এলাকার কৃষকদের সাথে খোলা মাঠে আলোচনা করে এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন।