এ আর আহমেদ হোসাইন
(দেবীদ্বার -কুমিল্লা)প্রতিনিধি//
কুমিল্লা দেবীদ্বারে শুক্রবার রাত পৌনে পাঁচ টায় ১৬ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করা হয় মোঃ ফরিদ মিয়া(৫৭)কে।
থানা অফিসার ইনচার্স মোঃ জহিরুল আনোয়ার’র নির্দেশে
(এএসআই)মোঃ ইকরাম হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানাধীন পৌরসভাস্থ দেবীদ্বার রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে কুমিল্লা-বাক্ষ্রানবাড়িয়ার মহাসড়কের উপর হইতে ১৬ লিটার চোলাই মদসহ মোঃ ফরিদ মিয়া(৫৭),পিতা-মৃত ওসমান গনি, হোসেনপুর(ইব্রাহিম মেম্বারের বাড়ী),থানা- দেবীদ্বার,জেলা-কুমিল্লাকে আটক করা হয়।
অফিসার ইনসার্চ জরিরুল আনোয়ার বলেন-শনিবার সকালে আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।