সাইফুল ইসলাম জুলহাস বরগুনা প্রতিনিধিঃ
আড়ৎদারের কাছে মাছবিক্রি করার কথা বলে দাদন নিয়ে অন্যের কাছে মাছ বিক্রি করলে এনিয়ে কথা-কাটাকাটিতে একপর্যায়ে ব্যবসায়ী আব্দুর রহমানকে পিটিয়ে গুরুতর আহত করে আব্দুল খালেক গং ।
শনিবার ১১ টার দিকে বরগুনা সদর উপজেলার এম. বালিয়াতলী ইউনিয়নের বাইন সমার্থন গ্রামে এ ঘটনা ঘটে।
এব্যাপারে জামাল মাহমুদ বলেন, ওদেরকে দাদনের টাকা দেওয়ার সত্বেও ওরা আব্দুর রহমানের গদিতে মাছ না দিয়ে অন্য জায়গায় মাছ দিলে সেটা আব্দুর রহমান জিজ্ঞেস করলে আব্দুল খালেক, আলম, জসিম, জলিল ও রেজবিসহ ৭/৮ জন মিলে আঃ রহমানকে মারধর করে গুরুত্বর আহত করে। পরে তার ভাই জামাল খবর পেয়ে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন।
আব্দুর রহমানের ভাতিজা বাবুল মিয়া বলেন, দাদনের টাকা দেওয়ার সত্বেও ওরা আব্দুর রহমানের গদিতে মাছ না দিয়ে অন্য জায়গায় মাছ দিলে, আজকে সেটা জিজ্ঞেস করলে আমার চাচাকে একা পেয়ে মারধর করে। গদিতে থাকা ৩ লক্ষ ৭৫ হাজার টাকা ও একটি মোবাইল সেট, হাতের একটি আন্টি লুট করে নিয়ে যায়। আমরা এর সঠিক বিচার চাই।
এ ব্যাপারে আব্দুল খালেকের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, আহত অবস্থায় আব্দুর রহমানকে বরগুনা সদর থানায় নিয়ে আসা হয়েছিলো তার অবস্থা গুরুতর দেখে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।