সাইফুল ইসলাম জুলহাস( স্টাফ রিপোর্টার)
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গচুরের প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোপ মিছিল ও সমাবেশ করেছে, বরগুনা জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন। সন্ধ্যা ৬ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বেড় করা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সামনে এসে সমাবেশ করেন তারা।
সমাবেশে বরগুনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবির, এ সময় বক্তব্য রাখেন,বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব মৃধা, সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার টুকু, পৌর মেয়র শাহাদাত হোসেন, সাবেক পৌর মেয়র শাহজাহান মিয়া,বরগুনা জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ অলিউল্লাহ অলি,বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরের অনিক সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় তারা বলেন,আগামী ২৪ ঘন্টার মধ্যে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করা না হলে আমাদের এই আন্দোলন চলবে। তারা আরো বলেন, কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গচুর ও নির্মাণে বিরোধীতার নামে বিএনপি-জামায়েতের মদতপুষ্ট উগ্ৰ মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্ঠা করছে, তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং সাহস হৃদয়ে ধারণ করে এই সকল পাকিস্তানের প্রেতাত্মা মৌলবাদী শক্তিকে পরাভূত করতে হবে।